বেঁচে নে
আমাদের এই কিছুদিনের জীবন হিসাব নিকাশ করতে করতেই কেটে যায় অথচ আমরা জীবনে আনন্দ করতে, জীবনটাকে উপভোগ করতেই ভুলে যাই। আমরা খালি হাতে আসিও খালি হাতে ফিরে যাই, তাহলে কিসের এত পাওয়া না পাওয়ার চিন্তা। সব কিছু দূরে সরিয়ে রেখে মনের আনন্দে বাঁচাটাই জীবনের লক্ষ্য।
জীবনের হিসাব নিকাশ
আজ না হয় থাকলো তোলা
লাভ ক্ষতির বিচার আচার
রোজের মতন নাই বা হল
হেসে খেলে গল্প করে
একটা দিন যাক না কেটে
তোমার আমার একটি পাতা
না হয় ফাঁকা রয়েই গেল।
বেকার আঁকিবুকির চাপে
মরছে মানুষ অহরহ
হিসাবটা কে সরিয়ে রেখে
মনের সুখে আনন্দেতে
জীবনটা না হয় কেটেই গেল।
হিসাবের খাতায় শূণ্য পেলেও
জীবনটাকে বেঁচে নিলে
সেটাই মজা সেটাই আসল
বলছে নেচে ভবা পাগল।