বেঁচে থাকো ভালোবাসা
স্বপ্নের ডানায় ভর করে আমরা আমদের জীবনে বাঁচি অতিবাহিত করি। আশা- নি্রাশা, আনন্দে দুঃখ, যন্ত্রণা আমাদের প্রতিদিনের সাথী। কিন্তু আমাদের বাঁচার উৎস একটাই, আর সেটি হচ্ছে নির্ভেজাল প্রেম, ভালোবাসা। এই ভালোবাসাই যুগ যুগ ধরে , সৃষ্টির জন্মলগ্ন থেকে জীবনের বাঁচার প্রেরণা, রসদ জুগিয়েছে আর তাকে বুকে আঁকড়ে ধরেই আমরা এগিয়ে চলেছি আগামীর পথে। ভালোবাসার মধ্যে আমরা আর আমাদের মধ্যে ভালোবাসা রয়েছে বেঁচে।
স্বপ্নের কোনও শুরু নেই, নেই কোনও শেষ
সীমাহীন অনন্ত এই স্বপ্নের ভান্ডার
তবু মানুষ স্বপ্ন দেখে শুধুমাত্র প্রেমের
আঁকড়ে, জাপটে বুকে নিয়ে বসে থাকে তাকে
কি আশ্চর্য্য ক্ষমতা এই ভালোবাসার, মুগ্ধ আমি।
পৃথিবীর বুকে ঘটে গেছে আমূল পরিবর্তন
বহু শত বিবর্তনের সাক্ষী ইতিহাস কালের
জনপদ আজ দেখ দিগন্তবিস্তৃত
আকাশের দিকেও বাড়িয়েছে উদ্ধত হাত
কিন্তু স্বপ্ন সেই একটাই, শুধু ভালোবাসা।
এই বেশ ভালো আছি মাটির কাছাকাছি
নদী-নালা, গাছপালা, ফুল-ফল সবই আমার
গান গাই, নাচি, ঘুরি মুক্তির আনন্দে
হাজারো স্বপ্নের ভীড়ে মিশে আছি আমি
ভালোবাসা আছে বেঁচে তাদেরই একজন হয়ে।