ভাবনা
ভাবনার ডানায় যারা গা ভাসায় তাদের জগৎটাই আলাদা। এই ভাবনার ডানায় ভাসতে ভাসতে তারা পাড়ি দেয় দূর থেকে দূরান্তরে, এক অন্য জগতে। সে জগৎ তার নিজের মতন, নিজের তৈরী করা। নিজের ইচ্ছামতন থাকা খাওয়া শোয়া, যা খুশী মন চায় তাই করা, এক নির্ম্মল আনন্দ। তবে সেটি পেতে গেলে এই যান্ত্রিক জীবন থেকে বেরুতে হবে, লোকে যদি তাতে পাগল বলে বলুক না কোনও কিছু যায় আসে কি তাতে?
মনে অনেক ভাবনা আসে,
অহরহ, অহর্নিশ।
কোনটা আলতো ছুঁয়ে চলে যায়
কোনটা একেবারে গেঁড়ে বসে।
তাড়াতে চাইলেও যায় না,
বিরক্ত করে, বিষাদ আনে।
ভাবনার আবার বিভিন্ন রূপ
বাস্তব, অবাস্তব, রঙীন, স্বপ্নিল
আরও কত কি, কত রকমের।
ভাবনায় ভাসতে ভাসতে
কত দূরে চলে যাই।
কত কিছু শুনি, দেখি, বলি।
মাঝে মধ্যে প্রচন্ড রাগ হয়
চীৎকার করে উঠি।
আবার কখনও প্রশান্তিতে
মন ভরে যায়,
নিজে নিজেই হাসতে থাকি।
কখনও ভাবনায় বয়ে গিয়ে
চুপ, একেবারে নিশ্চুপ বসে থাকি।
তোমরা হয়ত আমাকে পাগল ভাব
ভাব, ভুতে ধরেছে বা মাথা গেছে
ভাবলে ভাব, কি যায় আসে?
আমি থাকি মহানন্দে,
আমার সর্ব্বময় সাথী
ভাবনার সাথে।
সে আমায় রাগায়, কাঁদায়
আবার কখনও খুশীতে ভরিয়ে দেয়।
সাথী মোর তুমিও হতে পার বন্ধু
একবার বেরিয়ে দেখ,
এই যান্ত্রিক জীবন থেকে।