ভালবাসা
নিঃস্বার্থ ভালোবাসায় কি কোনও চাওয়া পাওয়ার হিসাব থাকে, থাকে না। সে ভালোবাসা মিশে থাকে শরীরের প্রতি রন্ধ্রে রন্ধ্রে, তাকে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।
তোমাকে ভালোবেসেছিলাম,
ভালবেসেছিলাম তোমার দরদী মনটাকে
তোমার ছন্দে ছন্দে চলাটাকে,
মিষ্টি হাসিটিকে
ভ্রূকুটি তুলে কপট রাগের ভঙ্গীকে,
তোমার আনমনা, উদাসীন দৃষ্টিকে
মমতায় ভরা প্রাণটাকে,
অবুঝ নাছোড়বান্দা জেদটাকে
তোমার সবকিছুকে, সবকিছুকে।
পড়ন্ত সূর্য্যের সাথে দিন যেমন
মিশে যায় রাতের বুকে,
নিবিড় ভালবাসায় ;
আমি সেরকম ভালবেসেছিলাম,
ভালবেসেছিলাম তোমাকে
শুধু তোমাকে।