প্রেম

ভেবেছিলাম

ভেবেছিলাম মাছ ধরব
নদীপারে, পুকুরধারে
চার ছড়িয়ে, চার ফেলে
আরাম করে রয়ে বসে
ছিপ ফেলে মাছ ধরব
হয়নি ধরা।

ভেবেছিলাম মাঝি হব
সাধের আমার নৌকা নিয়ে
পারি দেব উজান পারে
মাঝ দরিয়ায় ভাসব আমি
মাঝ দরিয়ায় ভাসছি আজও
শহর পারে।

ভেবেছিলাম তাঁতি হব
সারাদিন সূতোর নকশা বুনে
সন্ধ্যাবেলা ক্লান্ত মনে
মাটির ঘরের দাওয়ায় বসে
বাঁশিটায় তান তুলব
হয়নি তোলা।

ভেবেছিলাম চাষী হব
সারাবছর মাঠে খেটে
সোনার ফসল তুলব ঘরে
মনটা আমার যাবে ভরে
মাটির সাথে ঘর করা
হয়নি আমার।

জীবনটা যে গেল কেটে
কিছুই আমার হয়নি হওয়া
চলছি ভেসে কালের স্রোতে
সবাই মিলে একসাথে
জীবনটার এক মজা আছে
বাঁচুক জীবন।