ভেসে যাওয়া
মানুষ আনন্দে খুশীতে বাঁচতে চায়, একটা অনাবিল আনন্দের পৃথিবী চায়। কিন্তু সেটি তো তৈরী করতে হবে আর সেইজন্যই হয়তো বলে যত পারো মানুষকে ভালোবাসো, ভালোবাসা বিলোও। এই ভালোবাসা এক ছোঁয়াচে রোগের মতন, যত বিলোবে তত বাড়বে। বাড়তে বাড়তে একদিন পৃথিবী ভরে যাবে অনাবিল ভালোবাসা আর আনন্দে, স্বর্গ আসবে পৃথিবীতে নেমে বা পৃথিবী স্বর্গ হবে।
একমুঠো খুশীর ভাবনা
একগাল অনাবিল হাসি
একরাশ শান্তির বার্তা
উড়িয়ে দিলাম আজ আকাশে।
ভাসতে ভাসতে গেল চলে
দূর থেকে দূরে, বহুদূরে
চোখের দৃষ্টি যায় যতদূর
সেই সীমানাও গেল পেরিয়ে।
সেখানে গিয়ে হয়ত বা পাবে
কিছু খোলা জানালার মন
বাসবে সেথায় তারা বাসা
ভালবাসায় ভরাবে সে জীবন।
তারপর একদিন আমার মতন
তারাও ভাসিয়ে দেবে বাতাসে
খুশী, হাসি আর প্রগাঢ় শান্তি
ছড়িয়ে পড়বে দিকে দিকে চারিদিকে।
এইভাবে একদিন আকাশ বাতাস
উঠবে ভরে অনাবিল আনন্দে
আবার বাঙময় হবে পৃথিবী
নির্মল, পবিত্র শান্তির পরশে।