প্রেম

ভুল অঙ্ক

মাঝে মাঝে যখন আমরা অতীতের দিকে ফিরে তাকাই তখন মনে হয় যে জীবনের অনেক কিছুই ভাবনা ভুল ছিলো সে যে কোনও ক্ষেত্রেই হতে পারে। জীবনটা তো এক অংক আর তাই মনে হয় যে অনেক সোজা অংক কষতে গিয়েও ভুল করে ফেলেছি বারবার।

বেশ তো আছিস
আমায় ভুলে,
খোঁজ খবরের নেইতো বালাই,
কালে ভদ্রে একটা মেসেজ
ভাল আছ তুমি নিশ্চয়ই।

সামনে থাকলে চোখে হারাস
দুবেলা তোর খোঁজ নেওয়া চাই
এখন যখন অনেক দূরে
তোর যে দেখি পাত্তাটি নেই।

দুয়ে দুয়ে চার হয় জানি
পাঁচ ও বোধহয় মাঝে মাঝে হয়
নাহলে এটাতো অবাক কান্ড
কেউ কি এরকম পাল্টে যায়?

হিসাব কষে কখনও চলিনি
অঙ্কে ভীষণ কাঁচা রে ভাই,
তোর অঙ্কটা ভুলই কষেছি
ঠিক ,করার আর সময় নেই।

থাক খুশী তুই আমায় ভুলে
জীবনটা আমার যাক না চুলোয়
তোর তাতে কি আসে যায়।