বিবাহ বার্ষিকী
তিরিশটা বছর পেরিয়ে এলাম
দুজনে একসাথে
গাঁটছাড়া হয়েছিল, বিধাতার নির্দ্দেশে।
আজ আমি ভাবছি বসে
জীবনে কি পেলাম, কি হারালাম।
দেখি পাওয়ার ঘড়া উপচে পড়েছে
হারানোর ঘড়া ফাঁকা পড়ে আছে
এ আমার হৃদয়ের কথা
আমার জীবনের সার্থকতা।
এ তো গেল আমার কথা
তুমি তোমার কথা বলবে।
জানি আমার সাথে চলার পথে
আহত হয়েছ বার বার,
মুখ বুজে সব সয়ে গিয়েছ
সংসারের খালি ভাল চেয়েছ,
তোমার পাওয়ার ঘড়া শূন্যই
থেকে গেল যে এবার।
তবু জানি জীবনের বাকী দিনগুলো
আমার পাশেই থাকবে
আমার সাথেই চলবে
পাড়ি দিতে হবে আরও কিছু পথ
কিছু কাজ আছে বাকী
ঈশ্বরের কাছে প্রার্থনা করি
এইভাবেই যেন আমরা থাকি।