প্রেম

বন্ধ দুয়ার

বন্ধ মনের দুয়ার ঠেলে
এসেই যখন পড়লে তুমি
যেও না হঠাৎ চলে।

অনেক কথা বলার ছিল
অনেক কথা শোনার ছিল
সময় তোমার হলে।

বহুদিন সেই আগের কথা
হয়েছিল কবে শেষ যে দেখা
ছাতিম গাছের তলে

তোমার মনেও স্বপ্ন ছিল
আমার মনেও স্বপ্ন ছিল
আগামী দিনের কোলে।

জীবন যুদ্ধে ব্যস্ত সবাই
তুমিও ছিলে আমিও ছিলাম
ছিল না সময় হাতে

আজ একাকী বেলা শেষে
ঘরের কোণে চুপটি বসে
হিসাব কি আর মেলে?

মনের বন্ধ দুয়ার খুলে
আবার যদি তুমি এলে
,থাকলে না হয় আরও কিছুক্ষণ

মনের সুখে গল্প করি
পুরানো স্মৃতি মেলে ধরি
জানি তুমি যাবেই দূরে চলে।