প্রেম বসন্তের বাতাস September 19, 2024September 19, 2024 by Ranjan Bhattacharya শেষ বসন্তের বাতাসচলে যেতে যেতে কানে কানে প্রশ্ন করেভালবাসার খোঁজ কি পেলে?মুচকি হেসে বলি তাকেপ্রেমের রাণীর সখী তুমিজিজ্ঞাসা কর গিয়ে তাকেসে ও কি পেয়েছে ভালবাসার খোঁজ?প্রেমের ডালি হাতে করেবার বার কেন সে আসে আমার দ্বারে,উত্তর নিহিত আছে সেখানে। Post navigation নিষ্ঠুর বিবেকবন্ধন