প্রেম

বসন্তের বাতাস

শেষ বসন্তের বাতাস
চলে যেতে যেতে কানে কানে প্রশ্ন করে
ভালবাসার খোঁজ কি পেলে?
মুচকি হেসে বলি তাকে
প্রেমের রাণীর সখী তুমি
জিজ্ঞাসা কর গিয়ে তাকে
সে ও কি পেয়েছে ভালবাসার খোঁজ?
প্রেমের ডালি হাতে করে
বার বার কেন সে আসে আমার দ্বারে,
উত্তর নিহিত আছে সেখানে।