ছায়া
কায়া আর ছায়া দুজনের মধ্যে এক অদ্ভুত প্রেম, অটুট বন্ধন, কেউ কাউকে একমূহুর্তের জন্য ছাড়ে না, যে কোনও পরিস্থিতিতে। এত গভীর প্রেম আর কোথায় পাবো? অথচ এই গভীর প্রেম থেকে যায় অন্তরালে, মানুষের বোধের বাইরে। তাও কেনো যে কায়া মাঝে মধ্যেই ছায়া কে ছেড়ে পালিয়ে যেতে চায় কে জানে? প্রেমের অত্যাচার থেকে কি বাঁচতে, কে জানে।
ছায়ার সাথে নিরন্তর ঝগড়া চলে
যত বলি দূর হতে
আমাকে একলা থাকতে দিতে
ঠিক দেখি এককোণে
ঘাপটি মেরে বসে আছে।
বিরক্ত হয়ে লাইট নিভিয়ে
অন্ধকারে সময় কাটাই
একটু হলেও শান্তিতে থাকি।
লাইট জ্বাললেই যে কে সেই
হতভাগা হাজির।
মুখে কোন কথা নেই
সিনরাত গালি খায়
তবুও পিছু ছাড়েনা আমার,
একমূহূর্তের জন্য।
একদিন টুক করে পালিয়ে যাব
ব্যাটা টের ও পাবে না,
একা আমি মুক্ত হয়ে
ভেসে বেড়াব এখানে সেখানে
ছায়াহীন হয়ে, মহানন্দে।