প্রেম

ছোট্ট ছেলেটা

একটি ভাঙ্গাচোরা পুরানো বাড়ি, যেখানে আশায় ভরা এবং নিরাশায় ভরা দিনগুলো কেটেছে। উঠোনে একটি হাড়গিলে ছোট্ট ছেলে, উদোম গায়ে, সারা দুপুর শুয়ে আছে বা নিজের মনে খেলা করেছে। বাড়ির চারপাশে মাটির উঠোন, কিছু গাছপালা, এবং সরল গ্রামীণ পরিবেশ। সেই গ্রামের মাটি ও প্রকৃতির আবেগময় স্মৃতিতে ডুবে থাকা এক প্রৌঢ়, বর্তমানে যিনি শহরের আধুনিক জীবনের জটিলতায় আবদ্ধ, ভাবনার বহিঃপ্রকাশ।

ভাঙ্গাচোরা সেই পুরানো বাসা
ছিল কত আশা, কত নিরাশা
সেই হাড়গিলে ছোট্ট ছেলেটা
উদোম গায়ে সারা দুপুর বেলাটা
থাকতো শুয়ে মাটির উঠোনে
খেলতো আপন মনে
সেসব পুরনো দিনের কথা  তার
কখনো পড়ে কি মনে?

পাল্টে যাওয়া এই দুনিয়াটাতে
সবকিছুই কেমন লাগে  ঘোলাটে
সব আছে তবু যেন কিছু নেই
হাওয়ায় ফানুস  উড়িয়ে বেড়াই
মন পড়ে থাকে কোন সে সুদূরে
গ্রামের মাটির পানে
সেই হাড়গিলে ছোট্ট ছেলেটা
আজ বড় বেশী পিছু টানে।