চলো যাই ফিরে
ফেলে আসা দিনগুলো
ফেলে আসা মূহুর্তগুলো
ছড়িয়ে ছিটিয়ে আছে
তোমার আমার মনের
আনাচে কানাচে।
সময়ের আড়ালে, স্মৃতির অতলে
হয়ত বা গভীর ঘুমে
অথবা অবচেতন মনে
একডাকে পাবে সাড়া তার
যদি চাও তারে।
শেষ হয়ে এল বেলা
ডাকছে আকাশ আয় আয়
পক্ক কেশ, জীর্ণ শরীরে
চল যাই ফিরে সে প্রাণচঞ্চল দিনে
ভেসে যাই আনন্দ উচ্ছ্বাসে আবার।
বল কে কে যাবে মোর সাথে।