প্রেম

চল শ্যামলী

এ যেন এক বেয়াদপ মনের বেয়াদপী ভাবনা যে প্রেমের আগুনে আত্মহারা হয়ে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যেতে চায়। এখানে শ্যামলী প্রতীকী এবং সে যে খুশী হতে পারে।

চল শ্যামলী তোকে নিয়ে আজ
চল পালাই
এতদিন ছিল যা মনের গভীরে
করে দেখাই
হতে পারিস তুই শেষ বসন্তের
ঝরে যাওয়া ফুল
হতে পারিস তুই ভরা যৌবনের
বেয়াদপী ভুল
সেই তন্বী যুবতীর চেহারায় আজ
বলির রেখা
সময় গিয়েছে অনেক গড়িয়ে
যায়নি রোখা
ছিঁড়ে দিয়ে সব বাধা বন্ধন
চল পালাই
যে কটা দিন বাকী জীবনের
একসাথে যাই
চুপ করে তুই ভাবছিস কিছু
সময় যে নেই
চল শ্যামলী দুজনেতে মিলে
চল পালাই।