দামাল হাওয়া
হঠাৎ দামাল হাওয়া হাওয়া এসে অনেক পুরানো সোনালী স্মৃতি মনে জাগিয়ে দেয়। মন ফিরে পেতে চায় সেই সোনালী দিনগুলি যা আর সম্ভব নয়, তবু একটা ভালো লাগা থেকেই যায়।
দামাল হাওয়া শরীরটাকে জাপটে ধরে
যেমন করে জাপটে আমায় ধরতে তুমি
সময়ের সাথে সব কিছু যায় যে বয়ে
স্তিমিত হয়ে দাঁড়িয়ে আজ এই তো আমি।
সুমধুর সেই দিনগুলি কি আজও আছে
ধূসর চোখের দৃষ্টি কিছুই পায় না খুঁজে
বাতাস যেন আজ বিষ বাস্পে ভরা
তাই কি গাছের পাতাগুলো সব ভীষণ কালচে
কোন পথে যাব কিছুতেই আর পাই না বুঝে
চলতে চলতে দিক ভুল হয় খালি বারবার
স্মৃতির সরণী বেয়ে যেতে গিয়ে পিছলে পড়ি
দামাল হাওয়া তুই ফিরে আয় আরও একবার।