প্রেম

দাও খুলে

আমরা নিজেরা নিজেদের একটা দমবন্ধ পরিবেশে আবদ্ধ রাখি আর এর কারণ আমাদের অন্তহীন চাহিদা। অথচ এই চাহিদাটা দূরে সরিয়ে রেখে আমরা খোলা মনে যদি ভাবি তাহলে দেখবো যে জীবনটা কত সুন্দর, সহজ,সরল। প্রকৃতির মাঝে গিয়ে দাঁড়ালেই আমাদের মনের মলিনতা, গ্লানি সব দূর হয়ে যায়, মনটাকে পবিত্র , শান্ত করে দেয়। ঠিক যেমন বদ্ধ ঘরের জানলা দরজা খুলে দিলে দমকা বাতাস এসে ঘরের দমবন্ধ গুমোট পরিবেশ নিমেষে স্নিগ্ধ বাতাসে ভরিয়ে দেয়। একটাই জীবন, খোলা মনে, মনের দরজা জানলা খোলা রেখে বাঁচলে এই দমবন্ধ পরিবেশ ই অনিন্দ্য সুন্দর হয়ে উঠবে।

মনের জানালা দরজা দাও খুলে
দমকা বাতাস এসে
এলোমেলো করে দিয়ে যাক মনটাকে
বড় দমবন্ধ গুমোট পরিবেশ
সজীব হোক প্রাণের স্পর্শে

খোলা আকাশের নীচে
দু হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে
কোনোও প্রশ্ন কোরো না, উত্তর নেই
জীবন লুকিয়ে আছে প্রকৃতির মাঝে
প্রকৃতিও আছে বেঁচে আমাদের মাঝে

ঘরে আর যাবো না ফিরে
বদ্ধ ঘরের চার দেওয়ালের মধ্যে
ইদুর দৌড়ে আজ মন বড় ক্লান্ত
বাকি আছে যেটুকু সময়
প্রানভরে নেব বেঁচে।