এখানে এক ব্যর্থ, অপূর্ণ প্রেমের কথা বলা হয়েছে
তোমার জীবনে আমি
হয়তো ছিলাম
তবে এখন যে নেই
সেটা বুঝতে পারি.
হয় তুমি চলে গেছো
অনেক দূরে
নতুবা হয়তো আমি
গিয়েছি সরে
অথচ আমরা দুজনে
আছি কাছাকাছি
বহু পথ চলা এখনো
আছে যে বাকি
এসেছে একা সবাই
যাবো ফিরে একা
তাই কি এখন এই
একা একা থাকা?