প্রেম

এক্মুঠো

একমুঠো আবীর বাতাসে ওড়াও
রঙ্গীন হোক বাতাসের এককোণা
ভেসে যাক সেই রঙ্গীন বাতাস
দূর থেকে দূরে বহূদূরে, দূরান্তরে
সাদামাটা পৃথিবীটা একটু হলেও
হবে তো রঙ্গীন।

একমুঠো ভালবাসা বাতাসে ছড়াও
হতে পারে একমুঠো, তবুও তাতে
ভরে যাবে কারও মন, বাসবে ভাল
এককোনে তো জ্বলবে প্রেমের আলো
ধীরে ধীরে তা পড়বে ছড়িয়ে চারিদিকে
ভালবাসার সুগন্ধে ভরবে পৃথিবী।

একমুঠো আশা বাতাসে ভাসাও
ভাসতে থাকুক সে আনাচে কানাচে
হতাশার দোরে দোরে নাড়ুক কড়া
কেউ তো একজন দেবে তাতে সাড়া
আশায় সে আবার বাঁধবে যে বুক
চারিদিকে ছড়াবে আশার আলো।

আবার রঙ্গীন হবে এই পৃথিবী
শুধু দরকার একমুঠো প্রেরণার।