একরাশ আশা
নিঃশ্বাস প্রঃশ্বাসে যেন আগুনের হলকা
আর অহরহ গরল নির্গত হচ্ছে মুখ থেকে
সত্যি কি ড্রাগনেরা মরে গেছে?
না ভোল বদলে ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর বুকে
সত্যি বোঝা দায়।
এরই মাঝে দমকা শীতল বাতাস
শরীর মন প্রাণ আজও জুড়ায়
গাছেরাও আছে বেঁচে আশা নিয়ে
বিষ বাষ্প শোষণ করে নীলকণ্ঠ হয়ে
জীবনকে বাঁচানোর দায়ে।
হয়তো বা সব হয়ে যাবে শেষ
নতুবা নতুন সূর্য্য দেখবে পৃথিবী
প্রেম ভালবাসা বেঁচে উঠবে আবার
সীমাহীন আনন্দে চারিধার যাবে ভরে
ভরসা থাকুক আগামীতে।