প্রেম

একরত্তি মেয়েটা

একরত্তি মেয়েটা
যে এসেছিল আমার
ছোট ঘরটা আলো করে
বেশ কয়েক বছর আগে,
বুঝতে পারিনি কখন যে সে
বড় হয়ে গেছে, বুঝতে শিখেছে
মাঝে মধ্যেই, কারণে, অকারণে
শাসন করে আমাকে।

বাবাকে নিয়ে তার বড় চিন্তা
এটা করবে না, ওটা খাবে না
এখন ওখানে যাওয়া যাবে না
না শুনলেই মুখ ভার হয় তার
অগত্যা আমাকে মেনে নিতে হয়।
গিন্নী এখন কিছু বলে না
জানে, পড়েছি মেয়ের কবলে,
স্বাধীনতা মোর বিশ বাঁও জলে।

তবে এই পরাধীনতায় বড় সুখ,
যদিও গিণ্ণী সর্ব্বদা পাশে
মেয়ের মধ্যে পেয়েছি মাকে।
শাসনের সাথে আছে আদরও,
স্নেহ, ভালবাসা, মমতায় ভরা
এক নির্ভরতা আত্মসুখ আছে,
জীবনের সার্থকতা পেয়েছি খুঁজে
মেয়ে বাবার এই বন্ধনের মাঝে।

ছোটবেলায় মার আদরে ছিলাম
বড় হয়ে স্ত্রীকে পেয়েছি সাথী
কন্যারত্ন এখন আমার
ইচ্ছাশক্তি মা জগদ্ধাত্রী।
জগতচালিকা হে প্রাণশক্তি
প্রণাম তোমায় মাতৃশক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *