প্রেম

আসবে ফিরে

কথা ছিলো আবার দেখা হবে, ফিরে আসবে আবার। বহু সময় হয়ে গেছে পার, সেই অনন্ত প্রতীক্ষার হয়নি তো শেষ। আজ ও তাই বসে থাকা পথ চেয়ে, মনে নিয়ে আশা কথা রাখবে সে, ফিরে আসবে আবার।

বলেছিলে তুমি আসবে ফিরে
তাই অপেক্ষায় আছি বহুকাল
মনে মনে এঁকেছি অনেক ছবি
কল্পনার আবেশে ভাসিয়েছি নিজেকে
বৃথা স্বপ্নে কাটিয়েছি অনেক সময়
তুমি ফিরে আসবে বলে
শুধু তুমি আসবে বলে।

প্রতীক্ষার বোধহয় কোনও শেষ নেই
অথবা প্রতীক্ষার শেষ হয় প্রতীক্ষাতেই
কত যুগ কত কাল গেছে কেটে
হিসাব যে নেই কোনও তার
পথ চেয়ে আজও আছি বসে
কথা দিয়েছিলে তুমি আসবে ফিরে
তুমি আসবে ফিরে আবার।