গেলাম না

ভেবেছিলাম যাব ফিরে
নিজের শান্তির জায়গায়
গিয়ে দু দন্ড জিরাবো
তারপর বেড়িয়ে পড়ব আবার ।
হল না, হল না ফিরে যাওয়া
এই বিশৃঙ্খল জীবনের টানটা
ভীষণভাবে পিছু টেনে ধরল।
শৃঙ্খলিত জীবনের বাঁধন ভেঙ্গে
অবলীলাক্রমে বেরুতে পেরেছিলাম
বোহেমিয়ান জীবনের বাঁধন বড় শক্ত
ফিরতে দিল না সে কিছুতেই ।
বাড়ীর সুখ মাঝে মধ্যেই টানে
তবে ফিরে যেতে বড় ভয় হয়
যদি আবার আটকে পড়ি।
সেই আবার একঘেয়ে জীবনযাত্রা
বৈচিত্রহীন এক অলস জীবন,
নাঃ, তাই আর ফিরে যেতে গিয়েও
গেলাম না, যদি বেরুতে না পারি।
Superb lekhha gulo ,ami to vabchhilam je abritti korbo,tor kobita
Tue asadharan likhhish re