প্রেম

ঘুম নেই চোখে

ঘুম নেই চোখে
ঘুম নেই ভূমিষ্ঠ হবার মূহুর্ত হতে
অবাক দৃষ্টিতে চেয়ে দেখি বিশ্বপিতার নির্মাণ ছন্দ,
সৃষ্টি, লয়, বিনাশ নিমেষে তুলির টানে
এঁকে চলেছেন তিনি আপন মনে
ক্ষণে ক্ষণে রূপ বদলায় পৃথিবীর
বিভোর বিশ্বপিতা তাঁর সৃষ্টির আনন্দে।

নিষ্পলক নয়নে চেয়ে থাকি তাই
অদেখা কিছু যাতে না যায় থেকে
জানি এ জীবন একদিন যাবে থেমে
ঘুম নেই তাই চোখে
এই পৃথিবীতে জন্মমূহুর্ত থেকে।