গোলাপ
একটি সুন্দর লাল গোলাপের প্রাণের কথা
ছোট্ট একটি গাছে
ফুটে আছে এক লাল গোলাপ
সাথী তার আরও আছে
তবে একটিই বড় সুন্দর
পূর্ণ বিকশিত, সুরভিত, মনোহর।
সুন্দরের যে বড় জ্বালা
সবাই লোলুপ দৃষ্টিতে দেখে তাকে
এক্ষুনি হয়ত কোনও নির্ম্মম হাত
উৎপাটিত করবে তাকে বৃন্ত থেকে
এর চেয়ে ভালো জংলী সে ফুল
কেউ দেখে না বাঁচে নিজের সুখে
উৎপাটিত গোলাপ হয়ত পাবে শোভা
কোনও প্রেমিকের প্রেয়সীর হাতে
অথবা বাড়ীর কোনও ফুলদানিতে
নতুবা গৃহদেবতার বিগ্রহের পদতলে
শুধু নিজের আনন্দে বেঁচে থাকার
আনন্দ থেকে বঞ্চিত হতে হবে তাকে।
গোলাপের দুঃখ বোঝে না কেউ
সেও তো চেয়েছিল প্রাণখুলে বাঁচতে
গাছের বুকে হাসতে, খেলতে
চারিপাশ সুরভিত করে
ঝরে যাবার আগে প্রাণভরে এই
বাঙ্ময় পৃথিবীর বুকে শ্বাস নিতে।
সুন্দরতাই হল তার কাল,
মানুষের নির্ম্মমতার শিকার হয়ে
অকালে ঝরে গেল সুন্দর লাল গোলাপ।