গল্প লেখা

একটা গল্প লিখতে হবে
সুন্দর একটা জীবনের গল্প
সেখানে থাকবে না কোনও নৈরাশ্যতা
গ্লানি,ব্যর্থতা,হতাশা,সংকীর্ণতা
থাকবে শুধু প্রেম ভালবাসা
আর আনন্দের গান।
থাকবে সেখানে শুধুই প্রেমের সুধা ধারা
পাহাড়,ঝর্ণা,নদী,সমুদ্র,পুকুর
ফুল-ফল,পশু-পাখী আর গাছপালা
মাথার ওপর খোলা বিস্তীর্ণ নীলাকাশে
সাদা-কালো মেঘের আনাগোনা,মেলা
সূর্য্য,চন্দ্র,গ্রহ-তারা,সপ্ত ঋষি,নীহারিকার খেলা।
সেখানে থাকবে কিছু সুন্দর স্বপ্ন
যাদের খালি চোখে দেখা যাবে,ছোঁয়া যাবে
পাশে বসে কথা বলা যাবে
নানান রঙের ভালবাসার রাংতায় মোড়ানো
মায়া,মমতা,প্রেম,ভ্রাতৃত্বের আদর্শে ভরা
পৃথিবীটা হবে এক সাজানো স্বপ্নপুরী।
সেই পৃথিবীর গল্প লিখতে হবে
সেই গল্পকে সত্যি করতে হবে।