প্রেম

গরিমা

সমুদ্র তোমার গরিমা কোথায়?
শান্তিতে, গভীরতায় না নীলিমায়?
হৃদয়ের শান্তি, সে তো অনেক বেশী
মনের গভীরতার কাছে তো তুমি তুচ্ছ,
আকাশের নীলিমার কাছে তো তুমি ম্লান,
তাহলে কোথায় সমুদ্র?
তোমার গরিমা কোথায়?

আকাশের বৃষ্টিকে বুকে ধর তুমি,
অথচ তোমার বুকভরা নোনা জল
তৃষিতের তৃষ্ণা নিবারণেও তুমি অপারগ।
বৃথাই তোমার জলোচ্ছাসের গর্জ্জন,
নিস্ফল আস্ফালন।

থাক তুমি বিশাল জলরাশির অহংকার নিয়ে,
আমি চলি পদ্মপাতার টলটল , ছলছল,
জলবিন্দুর কাছে,
শান্তির খোঁজে ।