হারানো কথা
ভালোবাসি কথাটার মধ্যে এক আলাদা প্রাণ আলাদা আবেগ আছে যার সাথে দুটি জীবন জড়িয়ে থাকে। জড়িয়ে থাকে তাদের ভবিষ্যতের রঙ্গীন স্বপ্ন, একসাথে বাঁচবার, জীবন কাটানোর গভীর আবেগ। অথচ হয়তো এই কথাটি একে অপরকে না বলতে পারার জন্যই তাদের স্বপ্ন অধরাই যায় থেকে, বাস্তবায়িত আর হয় না। দুটি প্রাণ যা এক হয়ে রঙ্গীন পৃথিবী গড়তে পারতো হাজারো কথার ভীড়ে হারানো অব্যক্ত কথা তাদের ভিন্ন পথে চালিত করে।
হাজারো কথার মাঝে
আসল কথাটাই যায় হারিয়ে
হারিয়ে যায় না অব্যক্ত থাকে
বোঝা বড় মুস্কিল
হতে পারে থাকে দাঁড়িয়ে পিছনের সারিতে
চোখে পড়ে না
না পড়ারই কথা।
ভালোবাসি কথাটার মধ্যে একটা জাদু আছে
অথচ এই কথাটাই যায় হারিয়ে
দুটি মন দুটি প্রাণ এক হতে পারতো
পারেনি, ভালোবাসা কথাটা রয়ে গেছে অব্যক্ত
হারিয়ে যাওয়া বোধহয় একেই বলে।
হাজারো কথার মাঝে
আসল কথাটাই যায় হারিয়ে।