হারিয়ে যাওয়া
জীবন থেকে সময়ের সাথে সাথে অনেক কিছুই হারিয়ে যায়। তখন ছোটখাট ভালো লাগাগুলো যেন অনেক বেশী করে চোখের সামনে ভেসে ওঠে। যেটুকু এখনও আছে সেটুকু আঁকড়ে ধরে বেঁচে নেওয়া।
বহুদিন খালি পায়ে মাঠে হাঁটি নি
সবুজ দুর্ব্বা ঘাসে টলটল শিশিরবিন্দু
সে ও তো দেখিনি বহুদিন।
আজকাল সূর্যোদয় সূর্যাস্ত হয়
বাড়ীর সামনের ওই বিরাট অট্টালিকার আড়ালে।
ঊষার সোনালী আকাশ, গোধূলির রক্তিমতা
সব ঢাকা পড়ে গেছে কংক্রীটের জঙ্গলে,
খোলা নীলাকাশ, তাও দেখিনি অনেক অনেক দিন।
মুক্ত জীবন, মুক্ত বাতাস, মুক্ত মন
সব এখন বন্দী সভ্যতার কাল কুঠীরে
এ সভ্যতা না অসভ্যতা কে জবাব দেবে তার?
পশু, পাখী, গাছ-পালা, ফুল-ফল, নদী-নালা
কৌলিণ্য বজায় রেখে বেঁচে আছে আজও
আমূল পরিবর্তিত শুধু মানুষগুলো।
একটু সবুজ মাঠ এখনও আছে
একদিন মাঠে গিয়ে হেঁটে আসব
ভোরবেলা শিশিরে ভরা দুর্ব্বা ঘাস দেখে আসব
না হলে ওরাও তো একদিন হারিয়ে যাবে
যেমন হারিয়ে গেছে প্রিয় সবকিছু।