প্রেম

যীশু

বহুদিন আগে, এসেছিলেন যীশু
মা মেরীর কোলে, ঘোড়ার আস্তাবলে
ইতিহাস সেই কথা বলে।

যীশু এসেছিলেন, মানুষকে ভালবেসে
পথের দিশা দেখিয়েছিলেন মানুষকে
মানবধর্মের ঐক্যে শিখিয়েছিলেন ভালবাসতে ।

ভালবাসার বদলে পেলেন হিংসা
বিশ্বাসঘাতকতা করল প্রিয় শিষ্য
ক্রশবিদ্ধ হতে হল তাঁকে।

ক্রশবিদ্ধ আজ পৃথিবীর মানুষ
মা মেরীর সেই গর্ভ আর নেই
যীশুরাও পৃথিবীতে আর আসেন না তাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *