জবাব

অধিকার নিয়ে প্রশ্ন করেছিলে
জবাব চেয়েও পারিনি দিতে,
কারণ উত্তরটা ছিল না জানা ।
এত বছর বাদে, বার্দ্ধ্যকের প্রান্তে
সে প্রশ্নের উত্তর আছে ,
কিন্তু কি লাভ হবে তাতে?
প্রশ্নকর্তীই তো আজ নেই।
বহুদিন আগে, হাত ছেড়ে গেছে চলে
অন্য মানুষের হ ৃদয়ের রাণী হয়ে
অধিকারের উত্তর হয়তো ছিলো তার কাছে
আজ তাই নিজেকেই বলি
অধিকার, দুটি মানুষের মনের মিলন,
অধিকার, এক বোঝাপড়ার না্ম,
অধিকার্, একসাথে পথ চলার শপ্থ,
অধিকা্র বিরহের বেদনায়
একরাশ চোখের জ্ল
অধিকার, একের সাফল্যে
অন্যের মুখে হাসি,
অধিকার দূর থেকে সারাজীবন
ভালবেসে যাবার গান।