প্রেম

যদি চাইতিস

সবার জীবনেই প্রেম আসে, এবং তার ভালোবাসার মানুষটার জন্য অসাধ্য সাধন করতে পারে, আকাশ পাতাল এক করে দিতে পারে। সেই প্রেম হয়তো পূর্ণতা পায় না কিন্তু সেই ভালোবাসা অমলিন হয়ে হৃদয়ে সারাজীবন রয়ে যায়। এখানে এক ব্যর্থ প্রেমিকের অপূর্ণ ভালবাসার অভিব্যক্তি ব্যক্ত হয়েছে।

যদি চাইতিস
দিতাম এনে তোকে একমুঠো তারা
বা আকাশের চাঁদ
অথবা পুরোটা আকাশ
পৃথিবীটা আকাশহীন হত হয়তো
আকাশে থাকতো না একটাও তারা
চাঁদের জায়গাটাও থেকে যেত ফাঁকা।

কিছু যায় আসতো কি তাতে?
তুই তো হতিস খুশী
চাঁদ হয়ে থাকতিস আমার পাশে।

যদি চাইতিস
ঠিক রামধনুটার পাশে
ঘর বাঁধতাম
ইচ্ছাডানায় ভর করে দুজনে
আকাশে বাতাসে ভেসে ভেসে বেড়াতাম
ঊষার আলোর সাথে পৃথিবীতে নেমে
গোধূলিতে দুজনে মিলে বাড়ী ফিরতাম

যদি চাইতিস
যদি তুই থাকতিস
আমার পাশে।