প্রেম

জ্বলন্ত আগুন

তোর সাথে আমার দেখা হওয়াটাই ছিলো ভুল
আমি ছিলাম নেহাৎ ই সাদামাটা
আর তুই ছিলি জ্বলন্ত আগুন

তোকে ভালোবাসতাম প্রাণ ভরে
পেতে চাইতাম নিজের মতন করে
তোর কাছে যেতে পেতাম ভয়
যদি তোর প্রেমের আগুনে যাই পুড়ে

হয়তো বা তোর চোখেও ছিলো প্রেম
ভুল হলো, প্রেম নয় প্রেমের আগুন
তুইও হয়তো ভালোবাসতিস আমাকে
কিন্তু আমি ছিলাম বড় সাদামাটা
তুই ছিলি জ্বলন্ত আগুন

তুই ধরলি অন্য কারুর হাত
হয়তো ছিলো সে বরফ শীতল ঠান্ডা
তোর জ্বলন্ত প্রেম দগ্ধ করেনি তাকে
ভীতু মন আমার আজও কেঁদে মরে
রয়ে গেছি আমি আজও সাদা মাটা।