কে সুন্দর
পদ্মপাতায় টলটল শিশিরবিন্দুর সৌন্দর্য্য অতুলনীয় কিন্তু সেই সৌন্দর্য্য ও ম্লান হয়ে যায় প্রিয়ার অশ্রুসজল চোখের কাছে যেখানে পৃথিবীর সব কাঠিণ্য হার মানে। সে অশ্রুসজল চোখে মিশে থাকে অভিমান, গভীর অনুভূতি, প্রেমের অনাবিল ধারা যার সাথে কোনও কিছুর তুলনা চলে না, যার মাঝে লুকিয়ে থাকে বাঁচার প্রেরণা।
অশ্রুসজল দুটি চোখ
না, পদ্মপাতায় টলটল
একফোঁটা শিশিরবিন্দু
কে বেশী সুন্দর?
পদ্মপাতার শিশিরবিন্দু
সে তো মাত্র কেবলই সুন্দর
তার মধ্যে নেই কোন অনুভূতি।
অশ্রুসজল চোখ দুটি
কত কি লুকিয়ে আছে
তার অন্তরে, সেই জানে।
হয়তবা সে অশ্রু বেদনার
নয়তবা আনন্দের অনাবিল ধারা
যাতে লেখা জীবনের গল্প।