খুঁজি তোমায়
মাঝে মধ্যে আজকাল তোমার ওপর
ভীষণ রাগ হয়। রাগ বা অভিমান কি সেটা
বুঝতে ঠিক পারি না, তবে কিছু একটা হয়,
কেন হয়, কি জন্য হয় তাও বুঝি না।
এই যেমন এখন হয়েছে, অথচ হবার
কোন কারণ ছিল না।
তখন মনে হয় যে জীবনটা বৃথা
সব পাওয়ার মধ্যেও কিছু যেন একটা
পাওয়া হল না, অথচ সেটা আমার ছিল।
একটা অতৃপ্তি, একটা না পাওয়ার বেদনা
মনটা যেন কুড়ে কুড়ে খায়, হতাশায় ডুবে
যাই আমি, বড় একা লাগে নিজেকে।
আমি জানি যে এটা কেবল আমার অনুভূতি
এতে পৃথিবীর কারোর কিছু যায় আসে না
তুমিই তো রয়ে গেলে আমার কাছে একেবারে অচেনা
ভিন গ্রহের প্রাণী, দৃশ্যমান অথচ অধরা
আমার রাগ, আমার অভিমান, সে একান্ত আমার
সে তোমার কাছে কোনোদিন পৌঁছাবে না।
আমি বেশ ভাল আছি এই দুনিয়ায়
তবু মাঝে মাঝে লাগে একা খুঁজি তোমায়।