কলম
কালো কালির কলমটা
আর খুঁজে পাওয়া যাচ্ছে না,
সকাল থেকে খুঁজেই চলেছি
টেবিল, চেয়ার, বিছানা,
খাটের তলায় আনাচে কানাচে
যদি কোথাও ঢুকে গিয়ে থাকে।
খোঁজাটাই সার কোথাও নেই
আমার সাধের পুরানো কলম,
হারিয়ে গিয়েছে, পাচ্ছি না।
কলম হারানো বড় কথা নয়
দোকানে গেলেই হাজার পাব,
কিন্তু যে কলম হারিয়ে গিয়েছে
সাথে নিয়ে গেছে আমার ভাবনা,
আমার সৃষ্টি, কৃষ্টি, আমার মনন
সেগুলো ছাড়া আমি তো অধুরা।
প্রাণপনে তাই খুঁজেই চলেছি
খুঁজে পেতে হবেই তাকে,
আমাকে তো বাঁচতে হবে।