লাল গোলাপ
তোমার হাতে আছে ক্ষেপনাস্ত্র
তোমার হাতে আছে বন্দুক, কামান
তোমার মগজে ভরা জ্যান্ত শয়তান
আমার ভরসা শুধু জীবনের গান।
আমার হাত মুষ্টিবদ্ধ, বুকে আছে বল
আছে মুখে প্রতিবাদের ভাষা
শরীরটা জানি দেবে মাটিতে মিশিয়ে
পারবে কি মারতে দেশপ্রেম, ভালোবাসা?
যদি গুলিতে ঝঁঝরা করো আমাদের
আমরা এগিয়ে দেব লাল গোলাপ
শান্তির পারাবত ওড়াব আকাশে
জানি তাদেরও করবে হত্যা, বীরপুঙ্গব।
অস্ত্র আমরাও পারি তুলে নিতে হাতে
তাহলে তোমরাও চিতায় উঠবে আমাদেরই সাথে
একবার হাতে তুলে নাও লাল গোলাপ
যুদ্ধের প্রয়োজন হবে শেষ এই দুনিয়াতে