মা
মা এই ডাকটা মানুষের জীবনের সচেয়ে প্রিয় ডাক, পরম শান্তির আশ্রয়স্থল। মার হাত ধরেই এই পৃথিবীতে আসা, তাঁর কোলে আদরে, স্নেহে বড় হওয়া, বিপদে আপদে রক্ষা করা মা জীবনের এক নিরাপদ স্থান। সেই মা যখন বিধির নিয়মে হাত ছেড়ে চলে যান তখন যে শূণ্যতার সৃষ্টি হয় তা কোনোদিন পূর্ণ হয় না। তারপর থেকে অপেক্ষা কবে মার সাথে অমৃতলোকে দেখা হবে।
সেই কবে কোনকালে
বিশ্বমায়ের কোল ছেড়ে মাগো
এলেম তোর কোলে,
তোর কোল আলো করে।
বহুদিন ছিলি যে মা
আমার পথের সাথী,
কান্না হাসির দোলায় মাগো
কাটত দিবা রাতি।
একদিন মা হঠাৎ করে
সব বাঁধন ছিন্ন করে,
তুই যে কোথায় হারিয়ে গেলি
নিভিয়ে দিয়ে বাতি।
মাগো তোকে ছাড়াই কেটে গেল
অনেক অনেক কাল,
সাঙ্গ হল বেলা !
এবার আমার তোর মতন
ঘরে ফেরার পালা
মাগো ঘরে ফেরার পালা।