মেয়েটি
এ এক শ্যামলা তন্বী যুবতীর গল্প যে রোজ পথ চলার ফাঁকে নিজের অজান্তেই এক প্রৌঢ়ের মনে দোলা দিয়ে যায়, তাঁকে তাঁর অতীত ফিরিয়ে দেয়।
মেয়েটিকে রোজ দেখি
কতই বা বয়স হবে, বছর পঁচিশ
ছিপছিপে চেহারা, শ্যামলা রঙ
কাজলটানা চোখ, পাতলা ঠোঁট
কাঁধে একটা সাইড ব্যাগ ঝোলে
বারনান্দায় বসে দেখি তাকে রোজ।
এই বয়সে মেয়েদের দিকে তাকানো
লোকে ভাল নজরে দেখে না
তবে ভালো লাগার অদভুত আকর্ষণ
ভালো লাগার তো কোনও বয়স হয় না।
রোজ সকালবেলা আমার বাড়ীর
সামনের পথ দিয়ে সে যায় হেঁটে,
জানি না কোথায় যায়
জানার কোনও চেষ্টাও করি না।
তার চলার ছন্দ আমায় মুগ্ধ করে
আমি অপলক নয়নে তা দেখি
রোজ সকালে তার অপেক্ষায় থাকি।
কেনই বা থাকি, কি জন্যই বা থাকি
জবাব পাই না নিজের কাছেই
এ অসম কোনও প্রেম নয়
কখনোই নয় ভালোবাসা
তবে কেন এই অমোঘ আকর্ষণ
কিছুতেই বোধগম্য হয় না।
হয়ত বা অতীতে ফিরে যাওয়া
ভুল করে পুরানো দিনকে কাছে পাওয়া
ডুব দেওয়া স্মৃতির গহীন অতলে
পুরানো দিন, পুরানো কথা কতকিছু ,
তাই আমি রোজ অপেক্ষায় থাকি
হৃদয়ের তৃপ্তি নিয়ে প্রাণভরে তাকে দেখি।