মন চায়

মন চায় প্রেমিকার হাতে হাত দিয়ে
অনন্তকাল পাশাপাশি বসে থাকা।
নীল ফেনিল সমুদ্রতটের ধার দিয়ে
খালি পায়ে ভিজে বালিতে হাঁটতে হাঁটতে
এক স্বপ্নের রাজ্যে পৌঁছে যাওয়া।
মন চায়, পাহাড়ের সুউচ্চ চূড়া থেকে
পাহাড়ী ঝরণা হয়ে নেমে আসা
গহীন সবুজ অরণ্যের বুকে
আচমকাই হারিয়ে যাওয়া,
প্রকৃতিকে ভালবেসে তার মাঝে বিলীন হওয়া।
মন চায়, নীল আকাশের বুকে
সাদা পেঁজা তুলোর মত ভাসতে থাকা
ভাসতে ভাসতে অজানার তরে চলে গিয়ে
ক্লান্ত হয়ে তৃপ্ত মনে অঝোর ধারায়
বৃষ্টি হয়ে পৃথিবীর বুকে ঝরে পড়া।
মন তো অনেক কিছুই চায়
কিন্তু যেতে গিয়ে পিছুটানে
প্রতিবার থমকে দাঁড়ায়, হয় না যাওয়া।
বসে থাকে অপেক্ষায় আগামী দিনের
সময় নিজের মত বয়ে যায়।