প্রেম

মনের ঝড়

মাঝে মধ্যে মনের মধ্যেও ঝড় ওঠে
ঝড়ের আগে চারিদিক থমথমে
মনের আকাশে কালো মেঘ
তাও হয়ত থাকে।

সে ঝড়ে উতাল পাতাল হয় মন
সব যেন হয়ে যায় লন্ডভন্ড
ঝড় থেমে গেলে
নামে বৃষ্টি অঝোরধারায়
ভেজে মন খুব করে ভেজে
শান্তির সন্ধানে।

মাঝে মধ্যে মনের মধ্যেও ঝড় ওঠে।