প্রেম মনের ঝড় September 8, 2024September 8, 2024 by Ranjan Bhattacharya মাঝে মধ্যে মনের মধ্যেও ঝড় ওঠেঝড়ের আগে চারিদিক থমথমেমনের আকাশে কালো মেঘতাও হয়ত থাকে। সে ঝড়ে উতাল পাতাল হয় মনসব যেন হয়ে যায় লন্ডভন্ডঝড় থেমে গেলেনামে বৃষ্টি অঝোরধারায়ভেজে মন খুব করে ভেজেশান্তির সন্ধানে। মাঝে মধ্যে মনের মধ্যেও ঝড় ওঠে। Post navigation বিষণ্ণ সন্ধ্যাবুড়োদের আড্ডা