নতুন করে
স্মৃতি নাকি সততই সুখের যদিও সময়ের সাথে সাথে এই স্মৃতিও হারিয়ে যায় বিস্মৃতির অন্তরালে। তবুও আমরা তাকেই আঁকড়ে ধরে থাকি, তাকে নিয়েই বাঁচতে ভালোবাসি । তবু কেন জানি না মন চলে যায় এক স্বপ্নের সোনালী নতুন মরশুমে যেখানে এই স্মৃতির গল্পগুলি অতীতের গর্ভেতুলে রেখে প্রাণভরে নতুনের মাঝখানে বাঁচতে ইচ্ছা করে।
সময়ের সাথে সাথে সবকিছু যায় যে হারিয়ে
স্মৃতি যতই মধুর হোক না কেনো
সে ও যায় হারিয়ে একদিন বিস্মৃতির অন্তরালে
জীবনের অংক যে শূণ্যতেই শুরু আর শুরুতেই শেষ
অবুঝ মন কিছুতেই চায় না বুঝতে
আঁকড়ে ধরে রাখে সবকিছু সবকিছু।
আবার প্রথম থেকে করতে হবে শুরু
নতুন করে সাজবে পুরানো বাগান
হয়ত আসবে একটা সোনালী মরশুম
ভরবে বাগান বাহারী ফুলের মেলায়
একবারই সই তবু দেখে নেব দুচোখ ভরে
স্মৃতির গল্প থাক তোলা অতীতের গর্ভে।