প্রেম

নিশা

অন্ধকার খুব ভালো লাগে
ভালো লাগে তার গভীরতা, মৌনতা, নিস্তব্ধতা
সবকিছু আছে তবু যেন কিছু নেই
চারিধার আত্মস্থ, আত্মমগ্ন, স্থিতধী
গভীর ধ্যানে মগ্ন তাপস একাকী একান্তে
চুপ একেবারে নিশ্চুপ অমানিশা।

নিশ্ছিদ্র অন্ধকারে মন বেড়ায় ঘুরে বাধা বন্ধনহীন
কখনও চলে যায় দেহের গহীন অন্তঃস্থলে, গভীর মননে
নতুবা যায় ধেয়ে সেই সূদূর নীহারীকায় বা আরও দূরে
বেড়ায় ঘুরে আপন মনে , আপন ছন্দে
নশ্বর শরীর শুধু দেখে চেয়ে স্থানুবৎ
পরম শান্তির সেই নিশা বড় ভালো লাগে।