প্রেম

অব্যক্ত

সবার জীবনেই কিছু না কিছু না বলা কথা অব্যক্ত বেদনা লুকিয়ে থাকে যেটি সে সারাজীবন বয়ে নিয়ে বেড়ায় এবং যার পরিসমাপ্তি ঘটে চিতার আগুনে বা কবরের মাটিতে। এই না বলা কথা তার একান্ত নিজস্ব এবং যখন সে একান্তে বসে নিজের সাথে কথা বলে তখন সেই না পাওয়ার বেদনা জানান দেয় যে আমি ছিলাম, আছি থাকবো। পাওয়া না পাওয়ার মধ্য দিয়ে চলাটাই মানুষের জীবন এবং এর থেকে কোনও পরিত্রাণ নেই।

কিছু না বলা কথা
বলা হল না
অব্যক্তই রয়ে গেল।
অশ্রুভরা নয়ন দুটি
বিদায় বেলায়
অভিমানে ভরে ছিল।
নিষ্ঠুর সময়
বয়ে যাবার ছলে
স্বপ্নগুলো ভেঙ্গে দিল।
অব্যক্ত কথাগুলো
বেদনার রুপ নিল।