পাগলা ছেলে
ছোটবেলার সব স্মৃতিই যেন বড় মধুর। ছোটখাটো ঘটনা, কিছু চরিত্র যারা খুব সাধারণ হলেও যেন মনে হয় ছিলো অসাধারণ। বড় হবার সাথে সাথে সে সব চরিত্র কোথায় হারিয়ে গেছে কে জানে? এখানে সেরকম ই এক চরিত্রের চিত্রায়ন করার প্রচেষ্টা।
সে ছিল এক পাগলা মনের ছেলে
গাইত যে সে অচিন সুরের গান
গলাটা তার ছিল বড়ই ভাল
সুরের আবেশে ভাসাত সে প্রাণ।
মাথায় ছিল উস্কখুস্ক চুল
কাজলপানা চোখটি ছিল তার
উদাস চোখে দেখত চারিদিক
আপন পর ছিল না তার জ্ঞান।
কখনও বা বাঁশীতে সুর তুলে
ভুলিয়ে দিত যত দুঃখ শোক
গাছের তলায় একা একা বসে
আঁকিবুকিতে ভরাত মাটির বুক।
সে ছিল এক পাগলা মনের ছেলে
ছিল যে সে আমার ছেলেবেলায়
ছেলেবেলা হারিয়ে গিয়েছে কবে
পাগলা মনটা হারিয়ে গিয়েছে সেথায়।