প্রেম

পাঁচ-শত

এক শতক, দুই শতক নয়
পাঁচ শতক পূর্ণ করল
আমার এই হাবি-জাবি লেখা।
বেহিসাবী ভাবনার স্রোত ধরে
খাতা কলমকে সাথী করে
স্পর্শ করল হাজার অর্ধ রেখা।

কবিতা না ছাই
আমি কি আর কবি?
লিখে যাই ছাই-পাঁশ
মনের সুখে, মিটিয়ে আশ
কবিদের দলে আমি সেই
ময়ূরপুচ্ছ কাক।