প্রেম

পাওয়া

যদি করা যেত সবকিছু একসাথে
জীবনটা হত খুব সুন্দর
থাকত না আফশোষ দুঃখ ।

পড়া হয়নি বহু বই
পারিনি যেতে অনেক জায়গায়
কত কিছু রয়ে গেল অদেখা

যে পথ এসেছি পেরিয়ে এতদিনে ,
সে পথ তো হয়ে গেছে চেনা
ফেলে আসা দিন বড় টানে।

যা অচেনা অজানা রয়ে গেল
মনে হয় তারা বেশী ভালো ছিল
সেই পথেই গেলে ভালো হত।

পাওয়া না পাওয়ার হিসাবে
রাত দিন কেবলই যায় কেটে
আসল আর ফাঁকির ঘেরাটোপে

এইভাবেই জীবনটা যে চলে
দ্বিধা দ্বন্দে মানুষ খালি দোলে
কালের চক্র চলে ঘুরে।