প্রেম

ফিরে যদি পেতাম

মাঝে মাঝে যখন একা বসে থাকি তখন মন প্রায়ই পৌঁছে যায় ফেলে আসা পুরানো সেই সোনালী দিনগুলিতে, তাকে ছোঁয়ার চেষ্টা করে, ফিরে পেতে চায়। ভাবি যে কোনও মন্ত্রবলে যদি পুরানো দিনগুলিতে ফিরে যেতে পারি তাহলে কি করবো? আবার কি নতুন করে বাঁচবো না একই রেখে দেব। এ দ্বন্দে দুলতে থাকি, কিন্তু ধীরে ধীরে মন ফিরে আসে বাস্তবের রুক্ষ মাটিতে, বর্তমানের দাবী মেনে তার পাশাপাশি চলতে থাকে।

ফেলে আসা দিনগুলো
ফিরে যদি পেতাম
আলতোভাবে জড়িয়ে ধরতাম বুকে
যাতে ব্যথা না লাগে
সারা দিন সারা রাত
পাশে বসে থাকতাম
দেখতাম, প্রাণভরে দেখতাম।

ফেলে আসা দিনগুলো
কিছু সে মধুর
কিছু বেদনার
পাল্টাতাম না এতটুকু
একই রাখতাম

বিদায় বেলায়
হয়তো বা অশ্রুসজল চোখে
বেদনার হাসি নিয়ে
বিদায় দিতাম
ফেলে আসা দিনগুলো
ফিরে যদি পেতাম।