ফাগুণের বুকে আগুন ধরেছে
চারিদিক লালে লাল,
রঙবেরঙা ফুলের বাহার
বাতাসও গন্ধে মাতাল।
নতুন সাজে প্রকৃতি সেজেছে
মনেতে লেগেছে দোলা,
কানেকানে যেন কানাকানি করে
যুগলের প্রেমলীলা।
কুহু কুহু রবে সকাল সন্ধ্য
ভেসে যায় চারিধার,
বাঙময় হোক, প্রাণময় হোক
এ পৃথিবী বার বার।