প্রেম ফাগুনের রঙ September 13, 2024September 13, 2024 by Ranjan Bhattacharya ফাগুনের রঙ হাতে নিয়েতোমাকে রাঙাতে চাইতোমার মন, তোমার হৃদয়রঙীন করতে চাই।তোমাকে আবেশে জড়িয়ে ধরেআমার হৃদয় রঙীন হয়তোমার হৃদয়কে রঙীন করার বাসনাঅধরাই থেকে যায়।ফাগুনের রঙ ফাগুনেই মেশেহাতের রঙ ফিকে হয়ে আসেমনের ফাগুন, মনেতেই থেকে যায়। Post navigation পাওয়াহারিয়ে যাওয়া