প্রেম

ফাগুনের রঙ

ফাগুনের রঙ হাতে নিয়ে
তোমাকে রাঙাতে চাই
তোমার মন, তোমার হৃদয়
রঙীন করতে চাই।
তোমাকে আবেশে জড়িয়ে ধরে
আমার হৃদয় রঙীন হয়
তোমার হৃদয়কে রঙীন করার বাসনা
অধরাই থেকে যায়।
ফাগুনের রঙ ফাগুনেই মেশে
হাতের রঙ ফিকে হয়ে আসে
মনের ফাগুন, মনেতেই থেকে যায়।