প্রেম

ফিরে আসবো

তুমি অভিমান করতেই পার
তবু পূর্ণিমার রাত্রে তোমার পাশ ছেড়ে
খোলা মাঠে সারা গায়ে জ্যোৎস্নার রেণু মেখে
আমি জ্যোৎস্নার সাথে সোহাগ করব।

তুমি রাগ করতেই পার
কিন্তু হঠাৎ বর্ষণ মুখর শ্রাবণ দুপুরে
ঝর ঝর বর্ষার ধারায় নিজেকে সিক্ত করে
আমি প্রকৃতিকে বুকে ধরব।

তুমি কেঁদে ভাসাতেই পার
কিন্তু মাঘের ভীষণ শীতের রাত্রে
আকণ্ঠ সুরায মন প্রাণ ভরিয়ে
আমি জীবনের গান গাইব।

অভিমানী তুমি বার বার ব্যথা পাবে
সজল চোখে প্রতীক্ষায় বসে থাকবে
পাগলা মন শান্ত হলে পরে
আমি তোমার কাছেই আবার ফিরে আসব।